E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

২০২১ সেপ্টেম্বর ০৭ ১৬:০২:০৬
সদরপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর (ফরিদপুর) : মঙ্গলবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরমানাইর ও চর নাছিরপুর ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ জেলা প্রশাসক ফরিদপুর অতুল সরকার।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সদরপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। প্রধান অতিথির উপস্থিতিতে দুইটি ইউনিয়নের ৬৪ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি উপস্থিত সকলের উদেস্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপনাদের মাঝে এই ত্রান সামগ্রী নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বলেছেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কোন পরিবার যেন অনাহারে না থাকে সেইদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের যেকোনো সমস্যার কথা স্থানীয় চেয়ারম্যান বা ইউএনও কে অথবা আমাকে অবহিত করবেন আমরা যথাযথ সমাধানের চেষ্টা করবো।

(এইচ/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test