E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেজাল ভেষজ ঔষধ তৈরি

সোনারগাঁয়ে চারজনকে ১ লাখ টাকা জরিমানা

২০২১ সেপ্টেম্বর ১০ ১৫:১৫:৪৬
সোনারগাঁয়ে চারজনকে ১ লাখ টাকা জরিমানা

এমডি অভি, নারায়ণগঞ্জ : ভেজাল ভেষজ ঔষধ তৈরির দায়ে ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গত ৯ সেপ্টেম্বর র‌্যাব-১১ সোনারগাঁয়ের চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে । যাদেরকে জরিমানা করা হয়েছে তারা বলেন মোঃ মনির হোসেন (২৯), মোঃ ফজল খান (৬৫), মোঃ নজরুল ইসলাম (৪৪), মোঃ ইয়াছিন (১৯)। এ সময় ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ ফ্যাক্টরীতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ঔষধ জব্দপূর্বক ধ্বংস করা হয়। পরে ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ সীলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

(এমও/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test