E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা পরিষদের উপনির্বাচন

সোনারগাঁওয়ে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের ৮ জন

২০২১ সেপ্টেম্বর ১০ ১৬:৩৯:৫৮
সোনারগাঁওয়ে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের ৮ জন

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার শূণ্য পদে উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর। এরই মধ্যে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের আট নেতা কর্মী। বিএনপি, জাতীয়পার্টি বা স্বতন্ত্র থেকে কেউ এখন পর্যন্ত মনোনয়ন কিনেননি,তাই উত্তাপহীন হয়ে পড়েছে নির্বাচন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়নপত্র কিনেছেন আট মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে ছয়জনই সোনারগাঁও আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। বাকি দুজন কমিটির বাইরের।

আহ্বায়ক কমিটির ছয়জনের মধ্যে আছেন আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া,সদস্যের মধ্যে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও এএসএম জাহাঙ্গীর।

অপরদিকে, কমিটির বাইরে থাকা দুজন মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই ব্যবসায়ী মনির হোসেন।

সোনারগাঁওয়ের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আটঘাট বেঁধে মাঠে নামলেও নির্বাচনী মাঠে নেই কোন উত্তাপ,নেই বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থী। ফলে সরকারি দলের আট মনোনয়ন প্রত্যাশীর মধ্যেই এখন চলছে নেতৃত্বের লড়াই। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে এখন পুরো উপজেলায় চলছে নানা জল্পনাকল্পনা। তাছাড়া মনোনয়ন নিয়ে দ্বিধাবিভক্ত সোনারগাঁও আওয়ামী লীগের বিভেদ আরও প্রকাশ্যে রূপ নিয়েছে। আট প্রার্থীর সবাই যে যার মতো করে মনোনয়নের জন্য কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাই এলাকা ছেড়ে সবাই এখন ঢাকায় সময় দিচ্ছেন।

স্থানীয় বিএনপি নির্বাচনে না আসার বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান বলেন,এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত। স্থানীয়ভাবে নির্বাচনের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তের বাহিরে আমরা যেতে পারি না।

প্রসঙ্গত,গত ২২ জুলাই সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করেন। তারই শূণ্যপদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিসি এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক তফসিলে জানানাে হয়েছে,১৩ সেপ্টেম্বর মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর দালিককৃত মনােনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ, ১৯ সেপ্টেম্বর প্রার্তীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৭ অক্টোবর ভােট গ্রহণ হবে।

(এবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test