E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৫ সেপ্টেম্বরের মধ্যেই চালু হচ্ছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ : রেলমন্ত্রী

২০২১ সেপ্টেম্বর ১৬ ১৮:৫১:৫৫
২৫ সেপ্টেম্বরের মধ্যেই চালু হচ্ছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ : রেলমন্ত্রী

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে আগামী ২৫ই সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি পূণরায় চালু করা হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পূণরায় চালুকরণ বিষয়ে স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে রেল মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।

তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে।

রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করে যাচ্ছে ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামীলীগ নেতা এ্যাড. বিমল কুমার দাশ,কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ

এ সময় আর উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, রেল বাঁচাও আন্দোলনের আহবায়ক এডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদের আহবায়ক ও রেল বাঁচাও আন্দোলনের যুগ্ন আহবায়ক নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

(আই/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test