E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলার তজুমদ্দিনে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

২০২১ সেপ্টেম্বর ১৭ ১৫:২৪:৪২
ভোলার তজুমদ্দিনে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

চপল রায়, ভোলা : আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে এ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে কিশোরীদের মাঝে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। 

গ্লোবাল আফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আটদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে উপজেলার পাঁচটি ইউনিয়নের পঁচিশ জন কিশোরী অংশ নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সুশীলনের টিম ম্যানেজার রাকিবুল বাহার, উপজেলা সমন্বয়ক মোঃ সুরুজ মিয়া, সিনিয়র শিক্ষক নৃপেন দেবনাথ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি চপল রায় সহ অন্যরা।

(সিআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test