E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে আটক ৬১ 

২০২১ সেপ্টেম্বর ১৭ ১৫:৪৭:৫৭
দিনাজপুরে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে আটক ৬১ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় তিনটি মসজিদে পৃথক অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) দল।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৩টি দল বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পারিচালনা করে। দিনাজপুর শহরের পুর্ব উপকন্ঠ মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়।

ঈুলিশের একটি সূত্র জানায়,ওই তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিল। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের ছদ্মাবেশে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে অবস্থান করছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালানো হয়।

অভিযানে আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তমর্তা জানিয়েছেন।

বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেদকতে জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে। এসময় পুলিশ জানায়, তাদের কাছে তাবলিক জামায়াতের নামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য ছিল। এজন্য তাদের আটক করা হয়েছে। একই সময়ে বোচাগঞ্জ উপজেলায় অপর একটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৪ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ)। উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এবং পিপিএম (বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এ মূহুর্তে কিছুই বলা যাচ্ছে না। যাচাই-বাচাই করে তা জানানো হবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test