E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ইউপি কমপ্লেক্স ভবন ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

২০২১ সেপ্টেম্বর ২৩ ১৭:৩২:৫৪
লক্ষ্মীপুরে ইউপি কমপ্লেক্স ভবন ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনগুলোর নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে ভবনগুলোর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউপি ভবন ও ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন মেসার্স এস এস এন্টারপ্রাইজ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: রফিকুল হায়দার বাবুল পাঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিক পাঠান, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুল কাশেম হাজারী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা তারেক আজিজ জনি।

এসময় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test