E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে দেশি-বিদেশি মদসহ ৯ যুবক গ্রেফতার 

২০২১ সেপ্টেম্বর ২৩ ১৮:২৫:০০
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে দেশি-বিদেশি মদসহ ৯ যুবক গ্রেফতার 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে সনাক্ত হয়েছে একটি মাদক চক্র। ২ জন যুবককে ফরিদপুর শহরের আলীপুর কবিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আটক করে ৩ যুবক তাদের অভিভাবকদের কাছে মুঠো ফোনে অর্থ দাবী করে। এমন সংবাদের তথ্য উৎঘাটনে মাঠে নামে ডিবি পুলিশ। ঘটনা ক্রমে বেড়িয়ে আসে একের পর এক অপরাধের সম্পৃক্ততা। একটি চক্র ফরিদপুরে কিশোর ও যুবকদের অপরাধ ও মাদক ব্যবসায় সুকৌশলে সম্পৃক্ত করছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাজেন্দ্র রায় (১৭), অভিজিৎ সাহা (১৭) কে তিন বোতল বিদেশী মদ (VAT-69) দুই বোতল ও Glenfiddich বিদেশী মদসহ আটক করে আলীপুর এলাকায় মার পিট করে চাঁদা দাবী করে মোঃ অনিক হোসেন (২৩), মোঃ আশিক ফকির (২১), ওবায়দুর শেখ (২১)। ডিবি পুলিশ অভিযান করে এই ৩ জনকে গ্রেফতার ও তাদের কাছে আটক ২ জনকে উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসা বাদে মাদকের ব্যাপারে তারা জানায় শুভ সরকার নামক ১ যুবকের কাছ থেকে চৌদ্দ হাজার টাকায় এগুলো কিনেছে। এরপর শুভকে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসা বাদে সে মাদক ব্যবসার করা স্বীকার করে তানভির নামক যুবকের কাছ থেকে অর্থে বিনিময়ে সরবরাহ করেছে বলে জানায়। তার দেওয়া তথ্য মতে তানভিরকেও আটক করা হয় সেও মাদক বিক্রির কথা স্বীকার করে বলে তার আপন বড় ভাই মোঃ মহিউদ্দিন শেখ ওরফে জুয়েল এর কাছ থেকে এগুলো সরবরাহ করেছে।

এক পর্যায়ে পুলিশ জুয়েলের রঘুনন্দনপুরস্থ বাসায় অভিযান করে তাকে গ্রেফতার পূর্বক বিভিন্ন ব্রান্ডের VAT-69, Black & White, Haig, Oscar, Absolut Vodka, Fine Brandy, Imperial Whisky, Riband Gin, Tsarina Vodka বিদেশী ও দেশী মদ সহ ত্রিশটি মদের খালি বোতল ও মদ তৈরীর সরঞ্জাম এবং ক্যামিকেল উদ্ধার করা হয়। জুয়েল পুলিশের জিজ্ঞাসা বাদে মাদক ব্যবসার কথা স্বীকার করে এর সাথে মোঃ শরিফুল ইসলাম (৩৪) জড়িত রয়েছে বলে জানায়।

ঐ রাতেই শরিফুল (৩৪) এর বাসায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। সে জানায় আবুল জমাদ্দার নামক এক ব্যক্তি তাদের সামনে ক্যামিকেল দিয়ে বিভিন্ন ব্রান্ডের মদ তৈরী করা শিকিয়েছে। ধৃত মোঃ অনিক হোসেন (২৩), মোঃ আশিক ফকির (২১), ওবায়দুর শেখ (২১), শুভ সরকার (২২), মোঃ তানভির (১৯) এর শরীরে মেডিকেল পরীক্ষা করে মাদক সেবনের সত্যতা পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা ফরিদপুর এর এস.আই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ২৩ সেপ্টেম্বর ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা রুজু করেছে। মামলা নং ৭৩ (জিআর নং ৭৮৮/২০২১)।

এই অল্প বয়সের কিশোর যুবকরা কি ভয়ানক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে এতে প্রশ্ন উঠেছে অভিভাবরাকি তাদের সন্তানদের প্রতি কি সচেতন? মাদকদ্রব্য উদ্ধার ও আটকের বিষয়ে ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনিল কুমার কর্মকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদক প্রতিরোধে নিয়মিত কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি চক্র কিশোর ও যুবকদের মাদক ব্যবসায় জড়িত করছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও অপরাধীরা একটি চক্র দ্বারা পরিচালিত হয়। আমরা সেই চক্রকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test