E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে সড়ক দুর্ঘনায় দুইজন নিহত

২০২১ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৬:৩৭
কালিহাতীতে সড়ক দুর্ঘনায় দুইজন নিহত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘ‌র্ষে দুইজন নিহত ও আহত হ‌য়ে‌ছেন দুইজন। গুরুতর আহত দু জনকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার ধলা‌টেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের কর্মকর্তা মো. রা‌সেল জানান, মহাসড়‌কের ধলা‌টেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থে‌কে আসা এক‌টি বা‌সের সঙ্গে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এক‌টি গা‌ড়ি‌ আরেকটি গাড়িকে ওভার‌টেক কর‌তে গি‌য়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পরই ফায়ার সা‌র্ভিসের সদস্যরা উদ্ধার অ‌ভিযান শুরু ক‌রে। এ সময় ঘটনাস্থল থে‌কে একজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গুরুতর আহত তিনজন‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test