E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে ৪৪টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

২০২১ সেপ্টেম্বর ২৭ ১৭:২১:১৬
সদরপুরে ৪৪টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় সরকারি স্বাস্থ্য বিধি মেনে মহামারি থেকে বিশ্ববাসীকে মুক্তির প্রার্থনা জানিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি এগিয়ে চলছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। প্রতিটি মন্ডপে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিধিমত উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। করোনা মহামারির কারণে এ বছর অড়ম্ভর হচ্ছে না কোন মন্ডপে। মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারন করছে। আয়োজকরাও ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। উপজেলার সদর ইউনিয়নে ০৯ টি সহ উপজেলায় মোট ৪৪ টি পূঁজা মন্ডপ স্থাপিত হচ্ছে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও বাড়েনি তাদের মজুরী । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস বলেন, এবছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা অনুষ্ঠানের সকল পস্তুতি নেয়া হচ্ছে।

(আইএইচ/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test