E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ৪ জেলের সলিল সমাধি

২০২১ সেপ্টেম্বর ২৯ ১৫:৪৪:৪৪
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ৪ জেলের সলিল সমাধি

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : ঝড়ের কবলে পড়ে জেলে ট্রলার উল্টে নিখোঁজ আরো ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দক্ষিণ উপকূলের বেশ কয়েকটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে।

বুধবার সকালে আরও ৩টি মৃতদেহ উদ্ধার সহ মোট ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হলো

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের শাখানদী বলেশ্বরের মোহনায় বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুর রাজ্জাকের এফবি আল্লাহর দান নামক মাছ ধরা ট্রলারটি ১১জন জেলেসহ ডুবে যায়। ওই ঘটনায় ৮ জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা গেলেও ৩জন নিখোঁজ থাকে। ২৯ সেপ্টেম্বর বুধবার তিনজনের মৃতদেহ তাদের পরিবারে সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত জেলেরা হলেন পাথরঘাটার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হোসেন আলীর ছেলে ইব্রাহিম (৩৫),তোতা মায়ার ছেলে মনির(৩৫) এবং পশ্চিম বাদুরতলা গ্রামের কুদ্দুস ফরাজীর ছেলে সরোয়ার(৩০) এছাড়াও মঙ্গলবার ভোরে রুহুল আমিন খান(৪৫) নামক একজন ট্রলার মালিক ঝড়ের কবলে পরে ট্রলার উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা জানিয়েছেন, ঝড়ের কবলে আমাদের আরো ট্রলার সমুদ্রবক্ষে রয়েছে । এ পর্যন্ত সুন্দরবনের আশার চর থেকে চারটি এবং দুবলার চর থেকে দু'টি ট্রলার উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটার জেলে পরিবারে চলছে শোকের মাতম। আবহাওয়া উত্তাল রয়েছে । উপকূলে প্রচন্ড বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে।

(এটি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test