E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে চ্যানেল আই’র জন্মদিন পালিত

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৬:০৯:৪১
দিনাজপুরে চ্যানেল আই’র জন্মদিন পালিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বৃক্ষরোপণ, বৃক্ষ চারা বিতরণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও জন্মদিনের কেক কাটার মাধ্যমে বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে, বাংলা ভাষা-ভাষিদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “চ্যানেল আই”-এর জন্মদিন, ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান।

দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে বৃধবার বিকেলে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনাজপুরে “চ্যানেল আই”-এর জন্মদিন,২৩ বছরে পদার্পণ অনুষ্ঠানের সূচনা করেন, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

সন্ধ্যায় দিনজপুর প্রেসক্লাব মিলনায়তনে বসে মিলন মেলা। বৃক্ষ চারা বিতরণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসা বিশেষজ্ঞ-সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ডাঃ সহিদুল ইসলাম খাঁন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপবক্সী বাচ্চু, সাধারণ সম্পাক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর নাট্য সমিটি’র সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলামনবী দুলাল, দিনাজপুর রাজ দেবোত্তো এষ্টেটের সভাপতি রনজিৎ কুমর সিংহ, ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠী’র আহবায়ক এস. এম. খালেকুজ্জামান রাজু, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সোহেল মিয়া, দিনাজপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. লালমিয় ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন. চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।

বিশিষ্ট ধারা ধাষ্যকার মোহম্মদ রফিকের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধনীতে কোনআন তেলোয়াত করেন, উদ্ভিদ বিশেষজ্ঞ ও বিশিষ্ট উদ্যোক্তা মোশাদ্দেক হোসেন। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি’তে অংশ নেয়, বিশিষ্ট ছড়াকার মোঃ মমিনুল ইসলাম, কবি নিরঞ্জন হীরা, অবসরপ্রাপ্ত পুলিশ পরির্দক হরিদাস মহন্ত ও আবৃত্তিকার সাবিনা ইয়াসমিন ইতি।
এর পর বৃক্ষ চারা বিতরণ করা হয়। শেষে মধ্যরাতে কাটা হয়, “চ্যানেল আই”-এর জন্মদিনের কেক।

আলোচনা সভায় বক্তরা বলেন, চ্যানেলআই- মাটি ও মানুষের কথা বলে।সৃষ্টি’র পাশাপাশি চ্যানেল আই মানবতা সেবায় কাজ করে। শেকড় থেকে শিখরে তাই আজ চ্যানেল আই এর অবস্থান। চ্যানেল আই মানুষের ভালোবাসা ও মন জয় করেছে। তাই, এতো টেলিভিশন চ্যানেলের ভীড়েও চ্যানেল আই শীর্ষে রয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test