E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ সভা

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৭:২৩:২২
জামালপুরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোকলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক লিটন সরকার।

অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক তাসমিম রুহি মীম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, সাংবাদিক মেস্তফা মনজু, সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, সাংবাদিক, পরিবার পরিকল্পানা বিভাগ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনসহ ৩২জন প্রতিনিধি অংশ নেন।

সভার প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন বলেন দীর্ঘদিন ধরে আর্সেনিক নিয়ে কাজ না থাকায় আমরা অতিমাত্রায় আর্সেনিকের ভয়াবহতার কথা ভুলে গিয়েছিলাম। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং উন্নয়ন সংঘ নতুন করে কার্যক্রম শুরু করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ কাজ করতে গিয়ে মাঠ পর্যায়ে যাতে কোন গাফেলতি না করা হয় এ ব্যপারে তিনি আয়োজকদের সতর্ক করেন।

উল্লেখ্য, সরকার নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষে ৫৪টি জেলায় ৩৩৫টি উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারি, বেসরকারি এবং পরিবার পর্যায়ে স্থাপিত নলকূপ পরীক্ষা করা হবে। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে জামালপুর ও শেরপুর জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নের কার্যক্রম শুরু করেছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test