E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৭:৫১:০৯
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মাজহারুল হক লিপু, মাগুরা : “তথ্য অধিকার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ” এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাগুরা শাখা বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ।

সভায় সুজন মাগুরা শাখার সাধারণ সম্পাদক খান শরাফত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আমিনুল ইসলাম শাওন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া সমন্বয়কারী মো: গিয়াস উদ্দিন । তথ্য অধিকারের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, রঞ্জন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিটন ঘোষ, সাংবাদিক মোখলেছুর রহমান ও কাজী আশিক রহমান ।

সভায় জানানো হয়,রাষ্ট্র নাগরিকদের উপর বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করে থাকে । কিন্তু ‘তথ্য অধিকার আইন ২০০৯’ একমাত্র আইন,যা নাগরিকরা প্রয়োগ করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর । আর এই আইন যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে স্বচ্ছ,দুনীতিমুক্ত ও জবাবদিহিমুলক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয় । তাছাড়া সভায় তথ্য অধিকার ও সুশাসন,আইনের শাসন প্রতিষ্ঠা ও তথ্য অধিকারের নানা দিক নিয়ে আলোচনা করা হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন মাগুরা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বুলু ।

(এম/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test