E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুনামগঞ্জে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

২০২১ অক্টোবর ০২ ১৩:০৯:৩০
সুনামগঞ্জে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. হায়াতুন মিয়া (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জেলে।

শনিবার (২ অক্টোবর) সকালে কালিয়ারগোটা হাওড়ে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জেলে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে ও আহত মো. ইসহাক মিয়া একই গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কালয়ারগোটা হাওড়ে মাছ ধরতে যান ওই দুই জেলে। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে হায়াতুন মিয়া (৪০) ও তার সঙ্গে থাকা ইসহাক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হায়াতুন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং ইসহাক মিয়াকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন, বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় আরেক জেলে ইসহাক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test