E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ

২০২১ অক্টোবর ০৪ ১৫:২৭:৫০
কুলিয়ারচরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মাদ্রাসা ছাত্রী (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি ওই ছাত্রী। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ছাত্রীর পিতা উপজেলার দক্ষিণ সালুয়া গ্রামের এক কৃষক অভিযোগ করে বলেন, তার মেয়ে সালুয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। সে প্রতিদিনের ন্যায় গত ২৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টার দিকে তাদের পার্শ্ববর্তী পাড়ার রবিউল (রবি) মাস্টারের নিকট প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন পার্শ্ববর্তী বাড়ির বিদুর ছেলে মো. ইসমাইল (১৮) অস্ত্রের মুখে জিম্মি করে তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।

এঘ টনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর রোববার কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করার ৭ দিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এমন কি অভিযোগটি এখন পর্যন্ত থানায় এফআইআরও করা হয়নি। অভিযোগ করার পর অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কাউসার আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছাত্রীর বাবা আরো বলেন, এঘটনা ধামাচাপা দিতে এলাকার একটি মহল তাকে চাপ প্রয়োগ করে আসছে। এ সংবাদ পেয়ে গত ২ অক্টোবর শনিবার সকালে অভিযুক্ত ইসমাইল এর বাড়িতে গিয়ে ইসমাইলসহ তার বাবা মাকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিদ্দিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কেউ আসেনি।

এ ব্যাপারে গত ২৯ সেপ্টেম্বর কুলিয়ারচর থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে অবগত নই। বাদী পক্ষকে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত বলতে বলুন। বিষয়টি জেনে অপহরণের ঘটনা সত্যি হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এসপি/অক্টোবর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test