E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা 

২০২১ অক্টোবর ০৪ ১৮:০৭:০৬
লক্ষ্মীপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা 

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৭৮টি পূজামন্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।

সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার,
ডিডি এনএসআই মোঃ বশির উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিটান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ শৈবাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ রতন লাল ভৌমিক, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ও বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির পক্ষ হতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কতিপয় সমস্যা তুলে ধরা হয়। এসময় জেলা প্রশাসক সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সর্বাত্তক সহযোগীতার আশ্বাস দেন। জেলার ৫ উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩২, রায়পুর ১২, রামগঞ্জ ১৯, রামগতি ১২, কমলনগর ৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test