E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইল জেলায় প্রায় ৪ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান

২০২১ অক্টোবর ০৫ ১৫:০৮:০৬
নড়াইল জেলায় প্রায় ৪ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নড়াইল জেলায় আজ ৪ অক্টোবর পর্যন্ত এ্যাস্ট্রাজেনেকার ১ লাখ ২৮ হাজার ৬৬২ ডোজ এবং সিনোফার্ম এর ২ লাখ ৫২ হাজার ৬৬৬ ডোজ ভ্যাকসিন মোট ৩ লাখ ৮১ হাজার ৩২৮ জনকে প্রদান করা হয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় (৪ অক্টোবর) পর্যন্ত ২ হাজার ১৯৫ জনকে ১ম ডোজ এবং ৩৭৩ জনকে দ্বিতীয় ডোজ মোট ২ হাজার ৫৬৮ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

এ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন সদর উপজেলায় পুরুষ ৫১৭ জন, মহিলা ৬০০ জনসহ মোট ১ হাজার ১১৭ জন, লোহাগড়া উপজেলায় পুরুষ ৩০২ জন, মহিলা ৩৪৮ জনসহ মোট ৬৫০ জন এবং কালিয়া উপজেলায় পুরুষ ১৯২ জন, মহিলা ২৩৬ জন, মোট ৪২৮ জনসহ মোট ২ হাজার ২ হাজার ১৯৫ জনকে সুষ্ঠভাবে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট অফিস আরও জানিয়েছে, আজ এ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে সদর উপজেলায় ১১ জন, লোহাগড়া উপজেলায় নাই এবং কালিয়া উপজেলায় ২ জন মোট ১৩ জনকে। এছাড়া সিনোফার্ম এর ২য় ডোজ ভ্যাকসিন সদর উপজেলায় ৯০ জন, লোহাগড়ায় ২৭০ জন এবং কালিয়া উপজেলায় নাই। সব মিলিয়ে জেলার তিন উপজেলায় ৩৭৩ জনকে ২য় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। হিসাব মতে জেলায় আজ ১ম ও ২য় ডোজ মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮ জনকে এ ভ্যাকসিন প্রদান করা হয়।

অপরদিকে জেলায় এ পর্যন্ত এ্যাস্ট্রাজেনেকার ১ লাখ ৪০ হাজার ৪ শত ডোজ আর সিনোফার্ম এর ২ লাখ ৯২ হাজার ২ শত ডোজ ভ্যাকসিন গ্রহন করা হয়েছে এবং জেলায় ৪ অক্টোবর পর্যন্ত মোট ৩ লাখ ৮১ হাজার ৩২৮ জনকে এ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test