E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জের বিট কর্মকর্তার বিরুদ্ধে বন বানিজ্যের অভিযোগ!

২০২১ অক্টোবর ০৫ ১৭:২২:০১
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জের বিট কর্মকর্তার বিরুদ্ধে বন বানিজ্যের অভিযোগ!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধীন আদমপুর বনবিটের সংরক্ষিত বনে গাছ চুরি থামছেই না। গাছ চুরির ফলে উজাড় হচ্ছে সংরিক্ষত বনাঞ্চল। অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা ও বন কর্মীদের সহায়তায় ওই এলাকার একটি সংঘবদ্ধ চোরচক্র গাছ পাচারে সক্রিয় ।

তারা সামাজিক বনায়নসহ বিটের আগর ও সেগুন গাছ কেটে পাচার করছে। আর এসবে বনবিট কমর্কতা হেলাল উদ্দীনের মদদেই হচ্ছে বলে জানা যায় । গত শুক্রবার (১অক্টোবর) বনবিট কর্মকর্তার নেতৃত্বে আগর গাছ কেটে টুকরো করে বিদেশ ফেরত এক সিএনজি চালককে তার সিএনজিতে গাছের টুকরোসহ বিট অফিসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গত শুক্রবার সকালে আব্দুস সালামকে আদমপুর বিট অফিসে আটক করা হয়েছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় বেঁধে রাখা হয় বলে দেখতে পান ।

সিএনজিসহ তাকে ছাড়িয়ে আনতে বিট অফিসের বনপ্রহরী জয়নাল মিয়াসহ অন্যান্য প্রহরীদেরদের সাথে কথা বললে তারা প্রথমে ১লক্ষ টাকা দাবিকরেন। পরে ৫০ হাজার টাকায় চুড়ান্ত দফারফা হলে প্রথমে ২৫ হাজার টাকা দিয়ে সালামকে ছাড়িয়ে আনেন। বাকি ২৫ হাজার টাকা দিয়ে সিএনজি ছাড়িয়ে আনার কথা।

সিএনজি চালক আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামের আব্দুস সালাম জানান, তিনি দীর্ঘ দিন বিদেশে ছিলেন। করোনা সংকটকালে দেশে এসে একটি সিএনজি কিনেছেন। সেটা তিনি নিজে চালান। শুক্রবার সকালে তিনি সিএনজি নিয়ে আদমপুরের কাউয়ারগলা গ্রামের তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিট কর্মকর্তা তাকে আটকিয়ে জোর করে সিএনজিতে গাছ তুলে বিট অফিসে নিয়ে যান। সে অস্বীকৃতি জানালে তাকে মারধোর ও মামলার ভয় দেখান।

চালক আব্দুস সালাম জানায়,তাকে আটকানোর সময় আরো ২টি সিএনজি অটো গাড়ি ছিল। তারা মোটা অংকের টাকা দিয়ে সিএনজি ২টি ছাড়িয়ে নিয়ে যায়। বিট কর্মকর্তা তার কাছে ৫০ হাজার টাকা দাবী করলে পুরোটা না দিয়ে ২৫ হাজার টাকা দেন। এখনো সিএনজি বিটে আটক আছে। আগর গাছ আটকের ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার (৫ অক্টোবর) এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের দ্বায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক এসিএফ নাজমুল আলম।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই আমি এবিষয়ে খোঁজ নিচ্ছি। জোর করে গাড়ি আটকিয়ে গাড়ির ভিতর আগর কাঠ ঢুকিয়ে চালক সালামসহ বিট অফিসে নিয়ে আসার বিষয় জানতে চাইলে বিষয়টি তিনি অস্বীকার করেন, তবে বন কর্মকর্তা হেলাল উদ্দিনের বিষয়ে নানা অভিযোগের বিষয়টি স্বীকার করে তিনি জানান, সেগুলো তদন্ত হচ্ছে।

আদমপুর বিটের সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগী সমিতির সভাপতি মোঃ হাজির বক্স জানান, রাজকান্দি রেঞ্জের আওতাধিন আদমপুর বিট কৃর্তক অংশীদ্বারীত্বের আওতায় সৃজিত আগর বাগানে সামাজিক বনায়ন তৈরি করা হয়। বিভিন্ন সময়ে এ বাগানের আগরগাছ চুরির ঘটনা ঘটছে। এলাকার কিছু অসাধু গাছচোর চক্র ভিলেজার ও বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে গাছ পাচার করছে। বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবহিত করলেও পাচার বন্ধ হয়নি।

সর্বশেষ গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকালে আদমপুর বনবিটের কাউয়ারগলা সংলগ্ন সাঙ্গাইসাবি এলাকা থেকে ২০০০-২০০১ সালের সামাজিক বনায়ন থেকে আগর গাছ কেটে পাচারের সময় বিট কর্মকর্তার নেতৃত্বে একদল বনপ্রহরী প্রায় ৭০ টুকরা বা ৩৫ ঘনফুট কাঠসহ ৩টি সিএনজি আটক করে। আগর গাছ কেটে পাচারের সময় গাছসহ ৩টি গাড়ী ও চালক আটকের খবর শুনে একাধিক বার ফোন দিলেও বিট কর্মর্কতা ফোন রিসিভি করেননি। ঘটনা শুনে সরেজমিনে আদমপুর বিটে গিয়ে দেখা যায়, বিটের অফিসে সামনে ১টি সিএনজির ভিতরে কিছু আগর গাছের টুকরা আর বাকি কিছু টুকরা নিচে ফেলে রাখা হয়েছে। শুক্রবারের সকালের মূল্যবান আগর গাছ কেটে পাচারের সময় চালকসহ সিএনজি আটকের বিষয়ে জানতে চাইলে বন প্রহরী জয়নাল মিয়া ১টি সিএনজি আটকের কথা স্বীকার করে বলেন, গাছের টুকরো বেশী থাকায় আরেকটি সিএনজি ভাড়া করে বিট অফিসে নিয়ে আসা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন ও ভিলেজার জানান, বনের দায়িত্বে যারা আছেন তারাই গাছ পাচার করছে। গাছ পাচারের বিষয়ে বন বিট অফিসারকে জানিয়ে কোনও কাজ হয় না। উল্টো হয়রানির শিকার হতে হয়। এ ভয়ে এখন কেউ প্রতিবাদ বা কথা বলতে রাজি হয় না।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, হেলাল উদ্দিন আদমপুর বিটে যোগদান করার পর থেকেই সংরক্ষিত বনের গাছ চুরি বৃদ্ধি পেয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বনায়নে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, সামাজিক বনায়নের উপকারভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করে লাখ লাখ টাকার বন বাণিজ্য করছেন। তার বিরুদ্ধে বন মন্ত্রণালয়সহ সরকারের উর্ধ্বতন মহলে একাধিক লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আদমপুর বিট কর্মকর্তা হেলাল উদ্দিন এর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের ফরেষ্টার নজরুল ইসলাম বলেন, আগর গাছ আটকের কথা শুনেছেন। মামলার কাগজ পত্র রাজকান্দি অফিসে এখনো আসেনি। অর্থ আদায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

(এমএকে/এএস/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test