E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে বিকাশের অফিসারকে পিটিয়ে ছিনতাই

২০২১ অক্টোবর ০৫ ১৭:৩০:৩৮
জামালপুরে বিকাশের অফিসারকে পিটিয়ে ছিনতাই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) নাজমুল তরফদারকে (২৩) পিটিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা, স্মার্টফোন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পৌর এলাকার চিল রেস্টুরেন্টের সামনে সন্ত্রাসীরা রড ও লাঠি দিয়ে ওই অফিসারকে এলোপাতাড়ি পিটিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে দুপুর ১.১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পরিবারের লোকজন।

বিকাশের কর্মকর্তা আহত নাজমুল তরফদার সরিষাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) আব্দুল হক তরফদারের ভাতিজা ও শিমলাবাজারের সোলাইমান তরফদারের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল তরফদার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে আলতা হল রোডের চিল রেস্টুরেন্টের সামনে একটি দোকানে বসে বিকাশের স্টাফ লেলিন, জুয়েল, কাজলকে নিয়ে তিনি হিসাব-নিকাশ করছিলেন। পাশেই বিকাশের একটি অনুষ্ঠান চলছিল। এ সময় অতর্কিতভাবে শরীফ আহমেদ নীরব, নাঈমুর রহমান দুর্জয়, জুয়েল রানা জিতু, সুমন, সরোয়ারসহ ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা তাকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং কাছে থাকা বিকাশের প্রায় তিন লাখ ৭০ হাজার নগদ টাকা, ১৫ হাজার টাকা দামের একটি স্মার্টফোন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

(আরআর/এএস/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test