E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০২১ অক্টোবর ০৫ ১৮:০২:৩১
মাদারীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মুজিববর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২১। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১১টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদারীপুর জেলার সভাপতি এবং আলহাজ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন। মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি ও খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের করণীয়, ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বাল্য বিয়ে বন্ধে করণীয় পদক্ষেপগ্রহণ, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন শূণ্যের কোঠায় না আসা পর্যন্ত সরকারী নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিদ্যালয়ে পাঠদানসহ নানা বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওবায়দুর রহমান, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবদুল হামিদ, ঘুন্সী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাহার উদ্দিন, মিঠাপুর এল.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ইটখোলা বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহিদুজ্জামান প্রমুখ। এ সময় শিক্ষক নেতারা মুজিববর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।

এদিকে শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন থেকে শিক্ষকদের এক র্যালী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক নেতারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবীতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি শিবচর শাখার সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুর রহমান খান, হারুণ অর রশিদ, সুলতান মাহাবুব, মতিউর রহমান, আবুল হোসেন মিয়া, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক এ কে এম নাসিরুল হক ও তারা মিয়াসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

(ওকে/এসপি/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test