E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কম সংখ্যক ভোটারদের উপস্থিতিতে শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

২০২১ অক্টোবর ০৭ ১৭:২০:১৭
কম সংখ্যক ভোটারদের উপস্থিতিতে শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কম সংখ্যক ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । তবে শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম । 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট গ্রহণ শুরু পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্রেই অপ্রীতিকর বা বিশৃঙ্খলার কোন তথ্য পাওয়া যায়নি।

কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা । রাস্তায় রাস্তায় দেখা গেছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবির টহল।

সরেজমিন ভোটকেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। অধিকাংশ কেন্দ্রই দুপুরে দিকে প্রায় ভোটারশূন্য হয়ে যায় ।

নির্বাচন অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গল পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রে ও ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে যে কোন ধরনের সংঘাত এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ও বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে একজন করে সাব ইন্সপেক্টর নেতৃত্বে পুলিশ ও আনসার মিলিয়ে মোট ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

এছাড়া উপজেলার ৮০টি ভোট কেন্দ্রসহ পুরো উপজেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্টেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্টেটসহ প্রশাসনের ৮টি মনিটরিং টিম কাজ করছে। পাশাপাশি পুলিশের পোষাকধারী ৮টি স্টাইকিং ফোর্স ও ২টি সাদা পোষাকধারী স্টাইকিং ফোর্স নিয়োজিত আছে।

এদিকে নির্বাচনী মাঠের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি সদস্য, র্যাবের ২টি স্টাইকিং ফোর্সসহ একাধিক টিম মাঠে মোতায়েন করা করছে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়। উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন। এরমধ্যে চা শ্রমিক ও নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মোট ভোটার রয়েছেন ৭৫ হাজারের মত।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test