E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তফসিল ঘোষণার আগেই পাংশা আ.লীগ কার্যালয়ে ২০ হাজার টাকায় নমিনেশন ফরম বিক্রি 

২০২১ অক্টোবর ০৭ ১৮:১৬:৩৯
তফসিল ঘোষণার আগেই পাংশা আ.লীগ কার্যালয়ে ২০ হাজার টাকায় নমিনেশন ফরম বিক্রি 

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় নমিনেশন ফরম বিক্রি ও জমা দন কার্যক্রম শেষ হয়েছে। প্রতিটি ফরম এর জন্য প্রার্থীকে দিতে হয়েছে অনুদানের নামে ২০ হাজার করে টাকা। 

পাঁচটি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলা গঠিত। তবে পাংশা উপজেলা ব্যতীত জেলার অন্য কোন উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় নমিনেশন ফরম বিক্রি বা প্রদান করা হয় নাই বলে জানা গেছে।

যদিও পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বলা হয়েছিল আমরা নমিনেশন ফরম বিক্রি করছি না। আমরা দলের সৃঙ্খলা বজায় রাখতে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর প্রযন্ত নমিনেশন ফরম বিতরণ ও গ্রহণ করা হয়।তবে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দেওয়া ২০ হাজার টাকার রশিদে সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল ওহাব মন্ডল ও পার্থীর সাক্ষর দেখা যায়।

উপজেলা ১০ টি ইউনিয়নে সর্বমোট ৪২ টি নমিনেশন বিক্রি করা হয়েছে। প্রতিটি নমিনেশন ফরম প্রদানের সময় ২০ হাজার করে টাকা নিয়ে রশিদ প্রদান করা হয়েছে। যার মূল্য দাঁড়ায় ৮ লক্ষ্য ৪০ হাজার টাকা।

উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে কসবামাজাইল ইউনিয়নে সব চেয়ে বেশি ৮ টি নমিনেশন ফরম বিক্রি হয়। এছাড়াও বাহাদুরপুর ইউনিয়নে ২জন, হাবাসপুর ইউনিয়নে ৫জন, যশাই ইউনিয়নে ৩জন, মাছপাড়া ইউনিয়নে ১জন, মৌরাট ইউনিয়নে ৬জন, পাট্টা ইউনিয়নে ৬জন, সরিষা ইউনিয়নে ১জন, কলিমহর ইউনিয়নে ৬জন,বাবুপাড়া ইউনিয়নে ৪জন দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করে।

এদের মধ্যে কারাগার থেকে প্রতিনিধি ও সমর্থকদের দিয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী নমিনেশন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন, হাবাসপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিন্টু), কসবামাজাইল ইউনিয়নের মৃত আওয়ামীলীগ নেতা জজ আলী বিশ্বাসের পুত্র মতিন বিশ্বাস।

পাংশা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু এর সাথে নমিনেশন ফরম বিক্রির বিষয়ে কথা হলে তিনি বলেন, দলের অনুদানের জন্য যারা দলের নমিনেশন ফরম সংগ্রহ করছে তাদের কাছ থেকে ২০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে।

পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সরিষা ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন এর সাথে তফসিল ঘোষণার আগের উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে দলীয় নমিনেশন ফরম বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে কোন নমিনেশন ফরম দেওয়ার নিয়ম নাই। আমিও জানতে পেরেছি টাকা নিয়ে দলীয় নমিনেশন ফরম বিক্রি করছে পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এর কোন বৈধতা নাই। এছাড়াও পাংশা উপজেলার অস্তগত কোন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই, কিভাবে এরা নমিনেশন ফরম বিক্রি করছে তা আমার বোধগম্য না।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test