E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারকসহ গ্রেফতার ৯ 

২০২১ অক্টোবর ০৭ ১৮:৩২:২৩
বালিয়াকান্দিতে বিকাশ প্রতারকসহ গ্রেফতার ৯ 

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারকসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে।

থানা সুত্রে জানা গেছে, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, এস,আই মাজহারুল ইসলাম, এস,আই ফায়জুর, এস,আই মতিন, এ,এস,আই রাজীব বড়ুয়া, এ,এস,আই ইলিয়াছ, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই নাসিমা সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানে বিকাশের মাধ্যমে প্রতারনা করে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের সদর আলী শেখের ছেলে বিকাশ প্রতারক চক্রের সদস্য সুজন শেখ এবং পরোয়ানাভুক্ত আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মালেক, আমিরুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান, রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম, ছেলে পাপ্পু মন্ডল, আমিরুল ইসলামের ছেলে সবুজ মন্ডল, নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাবু মন্ডলের ছেলে আবু মন্ডল ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির মোল্যার ছেলে সজিব মোল্যাকে গ্রেফতার করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যসহ ৯জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test