E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়ায় যৌনকর্মীদের পাশে জেসিআই ঢাকা ইয়াং

২০২১ অক্টোবর ০৯ ১৬:৫৩:৩১
দৌলতদিয়ায় যৌনকর্মীদের পাশে জেসিআই ঢাকা ইয়াং

এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লীতে যৌন কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন জেসিআই ঢাকা ইয়াং।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে অসহায় নারী ঐক্য সংগনের সভানেত্রীর বাড়ীর আঙিনায় “মানুষ মানুষের জন্য ২” প্রকল্পের আওতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোভিড-১৯ আঘাত হানার পর থেকেই যৌনপল্লীর প্রায় দুই হাজার যৌনকর্মীদের দুর্দশা চরমে উঠে। দেশের অন্যান্য খাতের শ্রমিকদের মতোই রাজবাড়ীর যৌনকর্মীরাও মারাত্মক অভাবের সম্মুখীন হন। তাই এই কঠিন সময়ে জেসিআই ঢাকা ইয়াং এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে এই উদ্যোগে সাড়ে পাঁচ শতাধিক যৌনকর্মীদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, স্যানিটারী ন্যাপকিন, ভিটামিন ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়।

জেসিআই ঢাকা ইয়াং- এর লোকাল ইভিপি সানজিদা শারমিন বলেন “এই যৌনকর্মীরা সমাজের সবচেয়ে অবহেলিত, অসহায় এবং বঞ্চিত জনগোষ্ঠী। তাই তাঁদের সাহায্যর্থে দুই বছর ধরে যেমন আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি ঠিক তেমনি আগামীতেও তাঁদের পাশে এভাবেই থাকতে চাই।”

অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী। জেসিআই ঢাকা ইয়াং পরিবার এর পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াং -এর লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ, বোর্ড ও সাধারণ সদস্যবৃন্দসহ তরুণ সংগঠক সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআই- এর ১৮টি লোকাল চ্যাপ্টারে ১০০০ -এর বেশি সদস্য কাজ করছেন।

(এইচ/এসপি/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test