E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদেশে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে তাদের বিচার অবশ্যই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ অক্টোবর ০৯ ১৮:১৫:৪৮
বিদেশে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে তাদের বিচার অবশ্যই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে। এদের নিয়ন্ত্রণ করতে ফেইসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী থানার নবনির্মিত অত্যাধুনিক থানাভবনের ফলক উম্মোচন এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

পরে থানা প্রাঙ্গনে জেলা পুলিশ আয়োজিত বিশাল সুধী সমাবেশ বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের আগে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার (এসএমপি) মোঃ নিশারুল আরিফ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।

সুধী সমাবেশে জেলার বিভিন্ন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র,সরকারি কর্মকর্তাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরের দিকে ঢাকা থেকে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী হ্যালিকপ্টার জুড়ী হ্যালিপ্যাডে অবতরণ করে,সেখান থেকে তিনি যোগ দেন অনূষ্ঠানস্থলে। অনুষ্ঠান শেষে বিকেল সোয়া ৪টার দিকে হ্যালিকপ্টারে করে ফিরে যান ঢাকায়।

উল্লেখ্য. গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধানে চারতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জুড়ী থানা ভবনটি ৭ কোটি ৩১ লক্ষ ৪৪ হাজার ৩শত ৫০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।

(একে/এসপি/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test