E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ নাজমুল হকের উঠান বৈঠক

২০২১ অক্টোবর ০৯ ১৯:০৬:২২
কেন্দুয়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ নাজমুল হকের উঠান বৈঠক

কেন্দুয়া, (নেত্রকোণা) প্রতিনিধি : আসন্ন কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের জনগণকে নিয়ে উঠান বৈঠক করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ নাজমুল হক। শনিবার দুপুর থেকে এ বৈঠক শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত স্থায়ী হয়। বৈঠক শেষে জনগণ স্বতস্ফুর্ত ভাবে নাজমুল হকের সমর্থনে এক মিছিল বের করে বঙ্গবাজার ঘুরে এসে কলসাটিতে শেষ করে।

এ বৈঠকে সভাপতিত্বে করে কলসাটি গ্রামের আকরাম হোসেন। শেখ মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় উঠোন বৈঠকে বক্তব্য রাখেন কুতুবপুরের আলী হোসেন, আলী আহম্মেদ বুলু, এমদাদুল হক ভ‚ঞা, চাপুরীর ইচহাক ভ‚ঞা, আবুল হোসেন ফকির, ও সাইফুল ইসলাম ফকির সন্তুস, সরিদাকান্দার আব্দুস সালাম সুনু মিয়া, কলসাটির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিয়োগী, আবু সিদ্দিক, লাট মিয়া, নূরুল ইসলাম, কুতুবপুরের আজহারুল ইসলাম বাদল, আশরাফুল আলম সেলিম, হারেছ উদ্দিন, শফিকুল ইসলাম, আমির হামজা ও পারভীন আক্তার। উঠোন বৈঠকে কান্না জড়িত কন্ঠে শেখ নাজমুল হক বলেন, গত নির্বাচনে নৌকা মার্কা নিয়ে প্রার্থী হয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে নেই তাই পরাজিত হয়েছি। চেয়ারম্যান নির্বাচিত হলে আমি এক টাকাও পকেটে নেবনা, আমার একটা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার এবং মেয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে। আমার কোন অভাব ও লোভ নেই। জনগণের সেবা করতেই আমি আমার সব আরাম আয়েশ ছেড়ে দিয়ে এখানে এসেছি, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

(এসবি/এএস/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test