E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শংখ ও উলু ধ্বনিতে মুখরিত ধামরাইয়ের পূজা মন্ডপ

২০২১ অক্টোবর ১২ ১৫:৫৯:২৯
শংখ ও উলু ধ্বনিতে মুখরিত ধামরাইয়ের পূজা মন্ডপ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপ।ধূপ চন্দনের গন্ধ আর ফুল সুভাষে মায়ের চরনে অর্ঘ দিয়ে দেশের করোনা মুক্তির প্রার্থনা করেছে ভক্তরা। 

শনিবার পঞ্চমী ও রবিবার ষষ্টি পুজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারীদী উৎসব। শরতের শান্ত শীলত আবহাওযায় ডাক ঢোল কাসর ঘন্টা ও মন্ডপে মন্ডপে ভক্তক নারীদের উলুধ্বনিতে শব্দে পরিবেশ মুখরিত।

ধামরাই কায়েদ পাড়ায় মাধব বাড়ি সংলগ্ন দূর্গা মন্দিরের সেক্রেটারী প্রাণ গোপাল বলেন ব্যাপক আয়োজন সপ্তমী পুজা শেষ হয়েছে। সকল পুজারীরা মায়ে কাছে প্রার্থনা করেন দেশ থেকে যেনো করোনা মুক্তি পায়। সকলেই যেনো ভালো থাকি।

বাসুদেব মন্দির মন্দির কমিটির সেক্রেটারী সুমন বনিক জানান আগামী কাল দুর্গ্া মন্দিরে প্রতি বছরের মতো এবারো কুমারী পুজার আয়োজন করা হবে।

সপ্Íমী পূজায় দেবী দূর্গাকে ভক্তি ভরে প্রার্থনা করে ভক্তরা। মা শুভাশিষ প্রদান করে। উপচে পড়া ভক্ত দর্শনার্থীদের ঢল মহা আনন্দ উৎসব এখন ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপে।এবার ঢাকার ধামরাইয়ে পৌর সভায় ৩৭ টি সহ উপজেলার ১৬ টি ইউপিতে ১৯২ টি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।

আর প্রবাহমান কালের গতিতে ও ঋতুচক্রের আর্বতে প্রতিবছরের ন্যায় এবারো শরৎ এসেছে আগমনী শান্তির বার্তা নিয়ে। আসুরিক শক্তি যখন মানবিক শক্তিকে পদদলিত করে.তখনই সর্ব শক্তিমান বিশ্ব স্রষ্টা আর্বিভূত হন ঈশ্বর রূপিণী মা দূর্গা রূপে।

সেই ধরা ধামে সন্তানেরা মাকে কাছে পেয়ে হয়ে যায় আত্মহারা। সবার কন্ঠে ধ্বনিত হয়“যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোঃ নমোঃ”। মাতৃ পূজার এই আযোজনকে ঘীরে ধামরাইয়ের সকল পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় পূজায় ব্রতি হয়েছেন।

আজ সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শুরু হয়েছে শারদীয়া উৎসবের প্রধান আয়োজন দূগা পূজা।ধামরাই মাধব শশুরালয় মন্দির মাঠে একতা সঙ্ঘের উদ্যোগে বিশাল আয়োজনে ও ধামরাই কায়েদ পাড়ায় মাধ বাড়ি সংলগ্ন মন্দিরে ব্যাপক আয়োজন হয়েছে।

এছাড়াও প্রতিটি মন্দিরেই আয়োজনের কমতি নেই। প্রশাসন নজরদারীতে রেখেছে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের দিয়ে।

(ডিসিপি/এসপি/অক্টোবর ১২, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test