E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের সম্মিলন

২০২১ অক্টোবর ১২ ১৭:২৮:৩৫
মৌলভীবাজারে মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের সম্মিলন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সব ধরনের চুড়ান্ত প্রস্তুতি শেষে সোমবার ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে মৌলভীবাজারে শুরু হয় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার (১২অক্টোবর) সার্বজনীন এই উৎসবের দ্বিতীয় দিনের মহাসপ্তমীতে সকাল থেকেই মৌলভীবাজার শহরের প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলচে আনন্দ উৎসবের সম্মিলন। প্রচন্ড রকমের গরম উপেক্ষা করে মণ্ডপ গুলোতে ঢাকের বাদ্য,উলুধ্বনিতে পূজারী আর দর্শনার্থীদের মধ্যে বিরাজ করছে পূর্ণ উৎসবের আমেজ। গত বছরের মতো এবারও করোনা মহামারির কারণে বিধি নিষেধের মধ্যদিয়েই পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারি হলেও পিছিয়ে নেই উৎসবের প্রস্তুতিতে,সব গুলো মণ্ডপেই রঙতুলির রঙিন মিশ্রণ পূজারী আর দর্শনার্থীদের আনন্দ দেবে।

এবছর মৌলভীবাজার শহরের যত গুলো মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি নন্দন সৈয়ারপুর খোলার মাঠে অবস্থিত ত্রিণয়নী,ফরেষ্ট অফিস রোডের আবাহনী ও কাশিনাথ স্কুল মাঠের মহেশ্বরী পূজামণ্ডপ। এই তিনটি মণ্ডপে পূজারী ও দর্শনার্থীর আগমনই সবচেয়ে বেশি চোখে পড়ার মত। মন্ডপের প্রবেশ পথ থেকে শুরু করে প্যান্ডেল ও আশপাশের চারিদিকে নজরকারা ডিজাইন আর চোখধাঁধানো আলোকসজ্জা উৎসবকে করেছে আরও রঙিন ও মোহনীয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করোনা মহামারীর কারনে ইতিমধ্যে সারা দেশে দুর্গোৎসব পালনে ১৮টি নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি পূজা মণ্ডপে পূজারী ও দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না জানান, এ বছর করোনা মহামারির কারনে জেলার সব গুলো পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মৌলভীবাজারের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি শহরের নতুন কালিবাড়ী, রামকৃষ্ণ মিশন,সুহৃদ সংঘসহ শহরের চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না। এ সময় তাঁর সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ বছর মৌলভীবাজার পৌরসভা,সদরসহ জেলার ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে জেলায় সর্বমোট ১ হাজার ৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এর মধ্যে জেলায় সার্বজনীন পূজা মণ্ডপ রয়েছে ৮৭৯টি ও ব্যক্তিগত পূজা মণ্ডপ রয়েছে ১২৬টি।

(এমএকে/এএস/অক্টোবর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test