E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তদন্ত

২০২১ অক্টোবর ১৩ ১৯:০৪:১৩
সুবর্ণচরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তদন্ত

মো: ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার :  নোয়াখালী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে ইউপি নির্বানকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহতের ঘটনায় নোয়াখালী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঠ পর্যায়ে তদন্ত করেছেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন সিনিয়ির সহকারি পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান ।

জানা গেছে, গত শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) উপজেলার চরমজিদের স্থানীয় আজহার কেরানীর বাড়ির পাশে দুপুরে স্থানীয় ইউপি সদস্য প্রার্থী আকবর হোসেন শাহনাজের সমর্থক হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেন সম্রাটকে একা পেয়ে মারধর করে বিরোধী প্রার্থী আবু বকর ছিদ্দিক নিজাম উদ্দিনের সমর্থকরা। উক্ত ঘটনায় সম্রাট একই এলাকার মো.নুর উদ্দিন, জাকের হোসেন, জাবেদ মাহমুদ, আবু তাহের, আজাদ কেরানী, আজাদ, সালাহ উদ্দিন ও নুরনবীর বিরুদ্ধেবাদী হয়ে মামলা করেন। মামলা তদন্তে মাঠ পযার্য়ে আসেন সহকারি পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান।

পরে সেখান থেকে থেকে তুলে নিয়ে আবু বকর ছিদ্দিক নিজাম উদ্দিনের স্থানীয় জনতা বাজার নির্বাচনী অফিসেও মারধরের অভিযোগ করেন সম্রাট। এসময় সহকারি পুলিশ সুপার উভয় পক্ষের জবানবন্ধী শুনেন এবং সাক্ষিদের জেরা করেন।

এ সময় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সুস্থ তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় আরোও উপস্থিত ছিলেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সামসুজ্জামান নিজাম, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, আরিফ সবুজ, ইউনুছ শিকদার, আব্দুল আজিজ, দেলোয়ার ইবনে হোসেন প্রমুখ।

(আইইউএস/এএস/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test