E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সালথায় দেড় লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস

২০২১ অক্টোবর ১৩ ১৯:১৩:২১
সালথায় দেড় লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ২০২১-২০২২ অর্থ বছ‌রে মৎস্য অধিদপ্তরাধীন দেশী প্রজা‌তির মাছ ও শামুক রক্ষা ও উন্নয়ন প্রক‌ল্প এর আওতায় মৎস‌্য সংরক্ষণ আইন বাস্তবায়‌নে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা করেছেন। উপ‌জেলা মৎস‌্য দপ্ত‌রের আ‌য়োজ‌নে বুধবার (১৩ অ‌ক্টে‌াবর) সকা‌লে উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নের বি‌ভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কা‌রেন্ট জাল জব্দ ক‌রে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার রা‌জিব রায় এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সালথা থানা পু‌লি‌শের উপ-পরিদর্শক মোঃ জাফর আলী ও থানা পু‌লি‌শের ক‌য়েকজন সদস‌্য।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন সালথা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আ‌রিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মৎস‌্য অ‌ফি‌সের ক্ষেত্রসহকারী এস এম শাহাবুদ্দিন আহমেদ, মৎস‌্য অ‌ফি‌সের লিথ আ‌মীম হামজা প্রমূখ।

এসময় উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রাজিব রায় সাংবা‌দিক‌দের ব‌লেন, ‌আমা‌দের কা‌ছে খবর আ‌ছে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় কা‌রেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বি‌ভিন্ন অ‌বৈধ জাল দি‌য়ে দেশীয় মৎস শিকার করা হ‌চ্ছে, এর ফ‌লে বি‌ভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হ‌চ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে ভোরে সালথা উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১ টি চায়না দুয়ারি জাল ও কা‌রেন্ট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমা‌দের এই অভিযান অব্যাহত থাকবে।

(এন/এসপি/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test