E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৮ জেলে আটক

২০২১ অক্টোবর ১৩ ১৯:১৮:৫৪
সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৮ জেলে আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মনসা খাল এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ করার সময় ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। বুধবার (১৩ অক্টোবর) ভোর ৬ টার দিকে এক অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ১টি ট্রলার, ১টি নৌকা ও জালসহ আনুসাঙ্গিক মালামাল।

আটক জেলেরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানার ফকিরাবাদ গ্রামের আইজুদ্দীন গাজীর ছেলে মোস্তাইন গাজী, শান্তা গ্রামের জিন্নাত গাজীর ছেলে হাসান গাজী, কুমখালী গ্রামের বেলাল শেখের ছেলে বাবুল শেখ এবং শ্যামনগর থানার পাতাখালী গ্রামের মৃত. ইদ্রিস গাজীর ছেলে মিলন হোসেন, মৃত. রুহুল আমিন শেখের ছেলে জালাল হোসেন কাজল, মৃত. শহর আলী সরদারের ছেলে ইস্রাফিল সরদার, আব্দুল হাই মিস্ত্রির ছেলে জোবায়ের হোসেন ও লিয়াকাত আলী গাজীর ছেলে জাবের হোসেন।

বনবিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের মনসা খাল এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে একদল জেলে মাছ ও কাঁকড়া আহরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দলপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বনবিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা ভোর ৬টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৮ জেলেকে আটক করা হয়। অভিযানকালে সুন্দরবনের মনসা খাল জেলেদের ব্যবহৃত ১টি ট্রলার, ১টি নৌকা ও জালসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জেলেদেও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট টিমের সদস্যরা তাদেরকে আটক করে। আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে দুপুওে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(আরকে/এএস/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test