E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন 

২০২১ অক্টোবর ১৬ ১৭:১১:৪৮
বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন 

বাগেরহাট প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজায় কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু মহাজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন নীপিড়নের মধ্যে জীবনযাপন করছি। আমাদের এই মানসিক কষ্টের কথা জানাতে আজ রাজপথে দাঁড়িয়েছি। আমরা এই দেশে জন্মেছি, আমরা এই দেশের নাগরিক। আমরা যদি এই দেশে বসবাস করতে না পারি তাহলে সরকার বলে দিক কিভাবে জীবনযাপন করব, কোথায় যাব? আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পুজা মন্ডপ ভাংচুর, দোকানপাট ভাংচুর লুটপাট করা হয়েছে। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে নিরাপদে বসবাসের সুযোগ করে দিতে হিন্দু মহাজোটের নেতারা সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, জেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন পাল নিলয়, সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি মনোরঞ্জন হালদার, কোষাধ্যক্ষ বাপন মজুমদার প্রমূখ।

(এসএকে/এসপি/অক্টোবর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test