E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বগাজান বিল ও বামনখালি খালের অবৈধ দখলদার উচ্ছেদ

২০২১ অক্টোবর ১৭ ১৯:২০:০৭
কেন্দুয়ায় বগাজান বিল ও বামনখালি খালের অবৈধ দখলদার উচ্ছেদ

কেন্দুয়া, (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বগাজান বিল ও বামনখালি খাল অবৈধ দখলদারদের দখলে থাকার ঘটনাকে কেন্দ্র করে জুড়াইল গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। রবিবার সকাল থেকে ওই বিলে ও খালে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

এসময় আটক করা হয় ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাজিব হোসেন বগাজান বিল ও বানখালি খাল ছাড়াও সুতি সাইডুলি নদীতে অভিযান চালান। বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকা থেকে নওপাড়া বাজার পর্যন্ত উন্মুক্ত জলাশয়ে অভিযান পরিচালনা করে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অবৈধ দখলদারীরা নদীতে বাঁধ দিয়ে পানির গতিপ্রবাহ রোধ করে জোরামলে মাছ ধরে আসছিল। যার ফলে উন্মুক্ত জলাশয়ে এলাকার সাধারন জনগণ বিলে খালে ও নদীতে মাছ ধরতে পারছিলেন না। বার বার তাদেরকে সতর্ক করার পরও অবৈধ দখলদারীরা নদীতে, বগাজান বিলে ও বামনখালি খালে প্রভাব খাটিয়ে জনসাধারনকে জিম্মি করে এতদিন মাছ ধরে আসছিল।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার জানান, এর আগেও বামনখালি খালে ও সুতি সাইডুলি নদীর একটি অংশে অভিযান পরিচালনা করে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছিল। এর পরও থামছিলনা অবৈধ দখলদারদের মাছ ধরা প্রক্রিয়া।

(এসবি/এএস/অক্টোবর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test