E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

২০২১ অক্টোবর ১৮ ১৬:৩৯:২৭
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভুমি উপসহকারী ওবায়দুর রহমান (৪৫)নিহত হয়েছেন। 

পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মরহুম আ: সালাম মোল্যার ছেলে ওবায়দুর রহমান সালথা উপজেলার আটঘর ইউনিয়ন ভুমি উপসহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাড়ী থেকে তিনি অফিস করতেন। প্রতিদিনের ন্যায় ১৭ অক্টোবর রোববার অফিস পরবর্তি মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহসড়কের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গোরস্থানের সামনে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অজ্ঞাত কোন পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সড়কে অন্ধকারে বাইকসহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডা: এসএম তানভির ফারহান তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিকুর রহমান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাসলিমা আক্তার, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসালাম মধুখালী সদর হাসপাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারন এবং নিহতের পরিবারের খোজ খবর নেন। ১৮ অক্টোবর সোমবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরন করা হয়েছে। আছর বাদ ব্যাসদী হাজী আ: গণী দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে ব্যাসদী গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

(এম/এসপি/অক্টোবর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test