E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বরিশালে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

২০২১ অক্টোবর ১৯ ১৭:৪৪:১০
বরিশালে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও পুজামন্ডপে হামলা এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে বৃষ্টির কারণে অশ্বিনী কুমার টাউন হলে প্রবেশ করে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নাজমুল হক আকাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যাপক টুনু রানী কর্মকার, নজরুল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রসহ সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে অসাম্প্রদায়িক গোষ্ঠী এ দেশের জন্য হুমকি হয়ে দাড়াঁবে।

(টিবি/এসপি/অক্টোবর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test