E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনা নদীতে জেলেদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ

২০২১ অক্টোবর ১৯ ১৭:৪৫:২৪
মেঘনা নদীতে জেলেদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মা ইলিশ রক্ষায় সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানের সময় ট্রলারে হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় পারভেজ নামের কোস্টগার্ডের একজন সদস্য নদীতে পরে নিখোঁজ রয়েছেন।

তাকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছেন। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা। তবে কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিয়ে এখনই কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের একটি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একদল জেলে ইলিশ শিকার করছিলেন। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম সেখানে অভিযানে যায়। এসময় জেলেরা কোস্টগার্ডের ট্রলারে হামলা করে। হামলার শিকার হয়ে কোস্টগার্ডের দুইজন সদস্য মেঘনা নদীতে পরে যায়। এদেরমধ্যে একজনকে উদ্ধার করা হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

এ বিষয়ে জানতে কোস্টগার্ডের হিজলা জোনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা বলেন, কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা (কোস্টগার্ড) এ বিষয়ে আমাদের কিছু না বললেও নিখোঁজ সদস্যকে উদ্ধারের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ করেছিলেন জেলেরা।

(টিবি/এসপি/অক্টোবর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test