E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, মাদরাসা শিক্ষক আটক

২০২১ অক্টোবর ১৯ ১৮:৫৪:২৪
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, মাদরাসা শিক্ষক আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ার অপরাধে ইসমাইল হোসেন (২১) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি ওই শিক্ষককে আটক করে পুলিশ। আটক শিক্ষককে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। সে লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেয় মাদরাসা শিক্ষক ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামক এক ব্যক্তি পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরা বাদী কচুয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন শেষে ইসমাইল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসএকে/এসপি/অক্টোবর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test