E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জের পল্লীতে রাতের আঁধারে মনসা দেবীর প্রতিমা ভাংচুর 

২০২১ অক্টোবর ২১ ১৭:৩৭:৩২
গোবিন্দগঞ্জের পল্লীতে রাতের আঁধারে মনসা দেবীর প্রতিমা ভাংচুর 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীর রাস্তার পাশে রাতে আঁধারে একটি মনষা দেবীর প্রতিমা ভাঙ্চুর করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার রাতে উপজেলা হরিরামপুর ইউনিয়নের হাজির বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ সহ সিআইডির একটি টিম তদন্ত করছেন।

স্থানীয় বাসিন্দা নিবারন জানান সকালে বাজারে আসার পথে তিনি মন্দিরের দরজা খোলা এবং মনষা দেবীর প্রতিমার মাথা ভাঙ্গা অবস্থায় দেখতে পান এবং গ্রাম পুলিশকে ঘটনাটি জানান। একই গ্রামের চন্দন নামে জনৈক যুবক মন্দিরে এসে দেখতে পান প্রতিমার ভাঙ্গা অংশ গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ঘরিরামপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, দীর্ঘ দিন ধরে হিন্দু-মুসলমান পাশাপাশি সম্পৃতির সাথে একই স্থানে বসবাস করছে। আমার মনে হয় বাহির থেকে কেউ এসে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতা দেবশীষ বলেন, সারা দেশে একটি বিশেষ মহল সারা দেশে এ ধরণের ঘটনা ঘটিয়ে সম্পৃতি বিনষ্টের চেষ্ঠা করছে। আমরা এর তদন্তপুর্বক বিচার দাবী করছি।

এদিকে খবর পেয়ে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, প্রতিমাটি উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি রাস্তার পাশে স্থাপিত। রাতের আঁধারে চলার পথে কে বা কারা মনষা প্রতিমার বিভিন্ন অংশ ভাংচুর করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রত্রিুয়া চলছে। ইতিমধ্যে পুলিশ ও সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে।

(এসআরডি/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test