E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুরে মাদক বিক্রির অপরাধে তিন তরুণের কারাদণ্ড

২০২১ অক্টোবর ২১ ১৮:১৭:৫৮
পার্বতীপুরে মাদক বিক্রির অপরাধে তিন তরুণের কারাদণ্ড

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিক্রির অপরাধে মিলন (২৭) এবং মাদক সেবনে সহযোগিতা করার অভিযোগে তারেক হোসেন অন্তর (২৬) ও মমিনুল ইসলাম (৩০) নামে তিন তরুণকে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ তিন তরুনকে সাজা প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের সাহেবপাড়া মহল্লার নিজ বাড়ীতে মাদক বিক্রির অপরাধে মিলনকে ১৫ মাস এবং মাদক সেবনে সহযোগিতা করার অভিযোগে তারেক হোসেন অন্তরকে ৬ মাস ও মমিনুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ১০০ টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান- মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন তরুণকে অর্থদণ্ড ও বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test