E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সম্প্রীতি রক্ষায় র‌্যালি সমাবেশ মানববন্ধন

২০২১ অক্টোবর ২১ ১৮:৪৩:৫১
বাগেরহাটে সম্প্রীতি রক্ষায় র‌্যালি সমাবেশ মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ও মোংলা সাম্প্রদায়ীক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেনী পেশার মানুষের সৌহার্দ্য, সম্প্রীতি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দুটি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে শারদীয় দূর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, লুঠপাটের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানবাধিকার এই সংগঠনটি মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক ও এনজিও কর্মীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে হামলা, লুঠপাট ও ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।

শরণখোলায় সৌহার্দ্য, সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, শরণখোলা থানার , ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, হিন্দু, বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক বাবুল দাস, রায়েন্দা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমুখ।

মোংলায় বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম, পুজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক উদয় শংকর রায়, শেহলাবুনিয়া ক্যাথলিক চার্জের পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু। এসব সমাবেশে উপস্থিত সকলে সাম্পদায়ীক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে একমত পোষন করেন।

এদিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরামের মানববন্ধনের বক্তরা বলেন, দেেেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে এই বসবাস করি। যার যার ধর্ম সেই সেই পালন করবে। একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। যারা সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে হামলা করে তাদের কোন ধর্ম নেই। অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

(এসএকে/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test