E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও নৌকার হাল ধরলেন রানা সরদার

২০২১ অক্টোবর ২২ ১৫:৪৩:৫১
আবারও নৌকার হাল ধরলেন রানা সরদার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : তৃতীয় ধাপে ঈশ্বরদী উপজেলায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাঁড়া ইউনিয়নে আবারও নৌকার হাল ধরলেন বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। 

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে যারা আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন। সাঁড়ায় এমদাদুল হক রানা সরদার, সাহাপুরে আকাল সরদার, পাকশী পিন্টু বিশ্বাস, সলিমপুরে আব্দুল মজিদ বাবলু মালিথা, মুলাডুলি আব্দুল খালেক মালিথা, লক্ষিকুন্ডায় আনিস-উর-রহমান শরীফ, দাশুড়িয়ায় বকুল সরদার।

গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

এর আগে প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে ইসি।

(এসপি/এসপি/অক্টোবর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test