E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের ৪০ কেজি ওজনরে বিশাল অজগর লোকালয় থেকে উদ্ধার, বনে অবমুক্ত

২০২১ অক্টোবর ২২ ১৭:১৪:১১
সুন্দরবনের ৪০ কেজি ওজনরে বিশাল অজগর লোকালয় থেকে উদ্ধার, বনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ থেকে লোকালয়ে চলে আসা ২০ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে শুক্রবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘররে পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে। এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে প্রায়ই লোকালয়ে চলে আসা অজগরগুলো মানুষের জন্য খুব ক্ষতির কারন নয়। খবর পেলে স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দরবনে ফিরিয়ে নিচ্ছি। সুন্দরবন সন্নিহিত খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসনে, আলম হোসনে, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা এত বড় অজগর দেখেনি।

সুন্দরবনের শরণখোলা ষ্টেশন র্কমর্কতা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা সুন্দরবন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগারটিমের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে রাতেই তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ২০ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের এই অজগরটিকে শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জ অফসি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের লোকালয় সন্নিহিত ভোলা নদী ভরাট হয়ে বন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যেরে সন্ধানে প্রায়ই অজগরগুলো গ্রামে চলে যাচ্ছে। এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

(এসএকে/এসপি/অক্টোবর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test