E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

মানুষের সেবায় নিয়োজিত থাকার ব্রত নিয়ে ছায়ানীড়ের মাসিক সভা

২০২১ অক্টোবর ২২ ১৮:৫২:২০
মানুষের সেবায় নিয়োজিত থাকার ব্রত নিয়ে ছায়ানীড়ের মাসিক সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সেবা ও মানুষের দুর্যোগে অসহায়ত্বের পাশে থাকার ব্রত নিয়ে এক ঝাঁক তরুণ এর উপস্থিতিতে সামাজিক সংগঠন  ছায়ানীড় এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন ও তার সহধর্মিনী জেসমিন আক্তার পাখি । এছাড়া সংগঠনের সদস্য শিক্ষক দেলোয়ার হোসেন আমরা করবো জয়'র শরিফ খান এবং সংগঠক সমাজসেবক ভিপি গিয়াস ও সংগঠনের সমন্বয়ক এনামুল হাসান মাসুম ছাড়াও অনেকে বক্তব্য রাখেন প্রত্যেকেই সম্মিলিতভাবে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নানা পরিকল্পনা হাতে নিয়ে আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/অক্টোবর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test