E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি 

২০২১ অক্টোবর ২৪ ১৬:৫২:৫১
নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বিভিন্ন বাজারে শীতের শাকসব্জি উঠতে শুরু করেছে। জেলা সদরের পাইকারী বাজারসহ বিভিন্ন আঞ্চলিক বাজারসমূহ এবং গ্রামীন হাটবাজারে এখন শীতের শাকসব্জির ব্যাপক সমাহার পরিলক্ষিত হচ্ছে। এসব সব্জির দামও সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। 

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানান, চলতি শীত মৌসুমে জেলায় মোট ২ হাজার ৫শ’ ৮০ হেক্টর জমিতে শাকসব্জির আবাদ হয়েছে। এসব শাক সব্জির মধ্যে রয়েছে সীম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, বরবটি, মূলা, লালশাক, পালংশাক, সবুজশাক ইত্যাদি।

সূত্রমতে উপজেলাভিত্তিক শীতকালীন শাকসব্জি চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫৪০ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৬০ হেক্টর, পত্ন তলা উপজেলায় ২৪৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৪৭৫ হেক্টর, সাপাহার উপজেলায় ২০ হেক্টর, পোরশা উপজেলায় ৮০ হেক্টর, মান্দা উপজেলায় ৫২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০০ হেক্টর।

(বিএস/এসপি/অক্টোবর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test