E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি নির্বাচন

চাটমোহরে বিএনপি নেতারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী, মাঠে থাকছে আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা

২০২১ অক্টোবর ২৪ ১৭:২৪:১৬
চাটমোহরে বিএনপি নেতারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী, মাঠে থাকছে আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের তৃতীয় ধাপে নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। 

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন সোমবার (২৫ অক্টোবর) ১১টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি প্রদান করবেন। পৌর এলাকার বালুচর খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ সকাল ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিকে বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নিলেও উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি নেতারা প্রার্থী হচ্ছেন। একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, মূলগ্রাম ইউনিয়নে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, হরিপুর ইউনিয়নে বিএনপি নেতা প্রভাষক সিরাজুল ইসলাম, ছাইকোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান তোতা, নিমাইচড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মামুন, হান্ডিয়াল ইউনিয়নে ছহির উদ্দিন স্বপন, বিলচলন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, গুনাইগাছা ইউনিয়নে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়নে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়া দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বিলচলন ইউনিয়নে মো. আকতার হোসেন, গুনাইগাছা ইউনিয়নে রজব আলী বাবলু, ছাইকোলা ইউনিয়নে বোরহান উদ্দিন সরকার, হরিপুরে প্রভাষক আফজাল হোসেন। মূলগ্রাম ইউনিয়নে নির্বাচন করবেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ ডিলার।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test