E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিএমএ’র মানববন্ধন 

২০২১ অক্টোবর ২৪ ১৮:২১:৪৯
সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিএমএ’র মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপসানলয় ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমএ জেলা সভাপতি ডাঃ আজিজুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধাক ডাঃ কুদরাত-ই-খুদা, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ শংকর প্রসাদ, ডাঃ হরষিত চক্রবর্তী, ডাঃ সামছুর রহমান, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ রাশিদুজ্জামান প্রমুখ ।

বক্তারা এ সময়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপসানলয় ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test