E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নৌকা পাওয়ায় রানা সরদারকে সাঁড়া ইউনিয়ন আ.লীগের সংবর্ধনা

২০২১ অক্টোবর ২৪ ২৩:০৪:২০
নৌকা পাওয়ায় রানা সরদারকে সাঁড়া ইউনিয়ন আ.লীগের সংবর্ধনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত সাঁড়া ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে গণসংবর্ধনা দিয়েছে সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পথে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ররিবার বিকেল সাড়ে ৪ টায় সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগ এবং তার সর্থক গোষ্ঠীর যৌথ উদ্যোগে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে অস্থায়ী মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় এমদাদুল হক রানা সরদার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছে। আমি নৌকার মাঝি হিসেবে সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাঁড়া ইউনিয়ন পরিবারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ কৃষকলীগ, শ্রমিকলীগ সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করবো।

এসময় তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে আহব্বান জানান।

এরপর বিশাল মোটরসাইকেল বহরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাঁড়ার চানমারি হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়ামবাড়ীয়া বাজারে এসে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

(এসপি/এসপি/অক্টোবর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test