E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ দলীয় দাড়িয়াবাধা টুর্ণামেন্টে নীলেখালিকে ২-০ তে হারিয়ে ঝাঁপাঘাটের শিরোপা লাভ

২০২১ অক্টোবর ২৫ ১৩:৪৬:০৫
৮ দলীয় দাড়িয়াবাধা টুর্ণামেন্টে নীলেখালিকে ২-০ তে হারিয়ে ঝাঁপাঘাটের শিরোপা লাভ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা যুব কমিটি আয়োজিত আট দলীয় দাড়িয়াবাধা (গাদন) টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীলেখালিকে ২-০ তে হারিয়ে ঝাঁপাঘাট শিরোপা লাভ করেছে। বরিবার বিকেল সাড়ে চারটা থেকে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার সেমিফাইনালের প্রথম পর্বে মেলে­কবাড়িকে ২-০ গাদনে হারিয়ে নীলেখালি ও জোড়দিয়াকে ট্রাইবেকারে ১-০ গাদনে হারিয়ে ঝাপাঘাট ফাইনালে ওঠে। দ্বিতীয় পর্বে ফাইনালে নীলেখালিকে ২-০ গাদনে হারিয়ে ঝাঁপাঘাট শিরোপা লাভ করে। সেরা গাদন দাতা হিসেবে নীলেখালি দলের আল আমিন নির্বাচিত হন।

খেলা শেষে রং তুলি আর্ট এর স্বত্বাধিকারী মহিবুল­াহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালী, চেয়ারম্যান প্রাথী হবিবর রহমান খোকন, লুৎফর রহমান, মঈনুল ইসলাম, কবীর হোসেন মিন্টুসহ স্থানীয় বিশিষ্ঠ জনেরা। বিজয়ী দলের ক্যাপ্টেন শিমুলের হাতে ২৪ ইঞ্চি রঙ্নি এলইডি টিভি তুলে দেওয়া হয়। রানার্স আপ দলের ক্যাপ্টেন ইউনুসের হাতে তুলে দেওয়া হয় একটি বড় খাসি ছাগল। শ্রেষ্ঠ গাদন দাতা নীলেখালি দলের আল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দাড়িয়াবান্ধা খেলা আজ অস্তিত্ব সংকটে। বালিয়াডাঙা যুব কমিটি প্রতি বছর এ খেলার মাধ্যমে পুরাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দিরে বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সাতক্ষীরায় যাতে এর কোন প্রভাব না পড়ে সেজন্য সকলকে অঙ্গীকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দিতে হবে।

গাদন খেলার ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক শহীদুল ইসলাম।



(আরকে/এএস/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test