E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে শিকারীর কাছ থেকে উদ্ধার করে শতাধিক বক পাখি অবমুক্ত 

২০২১ অক্টোবর ২৫ ১৬:৪৫:১৮
নাটোরে শিকারীর কাছ থেকে উদ্ধার করে শতাধিক বক পাখি অবমুক্ত 

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের গুরুদাসপুরে শিকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় শতাধিক বক পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ ভোরে চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও ব্রামনবাড়িয়া মাঠে এলাকায় প্রায় ২০টি পাখি শিকার করা ফাঁদ থেকে শতাধিক বক পাখি উদ্ধার করেন। এর মধ্যে ২০টি শিকারী বক পাখিও উদ্ধার করা হয়। এসময় পাখি শিকারীরা পালিয়ে যায় । পাখি শিকারের ফাঁদগুলো ধ্বংস করা হয় ।

পরে বক পাখি গুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর পৌর মেয়র ও উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আ-লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারী, আ-লীগ নেতা এমদাদুল হক মোল্লা, গণমাধ্যমকর্মী নাজমুল হাসান, মেহেদী হাসান ।

পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা জানান, পাখি শিকার দন্ডনীয় অপরাধ। তারপরও যে সকল অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও পৌর সদরের বিভিন্ন মাঠে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।

(এডিকে/এসপি/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test